মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা
হাই কোর্টের মন্তব্য

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রযন্ত্রকে ৩৬৫ দিনই সক্রিয় থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ৩৬৫ দিনই সক্রিয় থাকতে হবে বলে মন্তব্য করেছে হাই কোর্ট। আদালত বলেছে, যেসব অসাধু ব্যবসায়ী মূল্যবৃদ্ধির জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। গতকাল মনিটরিং সেল এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এসব মন্তব্য করে। পরে এ বিষয়ে শুনানির জন্য আজ আবার দিন ঠিক করেছে আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। শুনানিতে আদালত বলে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন, সংগঠন ও সংস্থা আছে। কিন্তু আইনগুলো যথাযথভাবে প্রয়োগ না করায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সবসময় কাজ না করায় বাজার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। সরকারের মেশিনারিজগুলো সক্রিয় থাকলে মজুদকারীরা সাহস পেত না। এর জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। সেটি নেই। আমরা চাই সরকারের মেশিনারিজগুলো ৩৬৫ দিনই সতর্ক-সোচ্চার থাকুক। এটা (বাজার তদারকি বা নিয়ন্ত্রণ) এক দিনের কাজ নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের দাম বাড়িয়েছে, একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত এমন খবর নজরে এনে স্বতঃপ্রণোদিত আদেশ চান সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। ৩ মার্চ তারা বিষয়টি আদালতের নজরে আনলে আদালত তাদের যথাযথ আবেদন নিয়ে আসতে বলেন। পরে তারা হাই কোর্টে রিট করেন।

 

সর্বশেষ খবর