বুধবার, ১৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকা এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। গতকাল সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি নেপাল থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল  মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে আজ দুপুরে ঢাকা ত্যাগ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলানসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ সকাল ১০টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম দ্বিপক্ষীয় পলিটিক্যাল কনসালটেশন অনুষ্ঠিত হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ, একটি আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কয়েকটি সমঝোতা স্মারক সই করবেন বলে জানা গেছে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামীতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলেও প্রত্যাশা করছেন তিনি। ২০১৬ সালের মার্চে সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ছয় বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন।

সর্বশেষ খবর