বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

রডের বাজারে খোঁজা হবে সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক

দেশে হঠাৎ রডের দাম বেড়ে যাওয়ার পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, তা খুঁজে দেখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে অভিযান পরিচালনার সুপারিশ করা হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম নিয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, হঠাৎ করে রডের দাম বেড়ে গেল কেন? এতে করে অবকাঠামো নির্মাণের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমিটি ভোক্তা অধিকার অধিদফতরকে অভিযান পরিচালনা করার জন্য বলেছে। এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, সেটা খুঁজে দেখতে সুপারিশ করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে বাজারে রডের দাম প্রতি টন ৮১ হাজার টাকা পর্যন্ত উঠেছিল, দেশের ইতিহাসে যা তখন রেকর্ড দাম ছিল। ঠিকাদাররা বলছেন, ৯ মাস আগে যেখানে রডের দাম প্রতি টনে ৬২ হাজার টাকা ছিল, এখন তা ৯২ হাজার টাকা হয়েছে। এ জন্য ইউক্রেন যুদ্ধের কারণে কাঁচামালের সরবরাহ সংকটকে দায়ী করছেন উৎপাদনকারীরা। বৈঠকে সয়াবিন তেলের দাম নিয়ে আলোচনায় আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, ব্যবসায়ীরা অন্যায়ভাবে তেলের দাম বাড়িয়ে লজ্জাজনক কাজ করেছেন। পুরো দেশবাসীকে লজ্জায় ফেলেছেন। দেশবাসী এ লজ্জা থেকে পরিত্রাণ চায়। সরকার এ বিষয়ে ব্যবস্থা নিয়ে তেলের দাম কমিয়েছে। ভোক্তা অধিকার অধিদফতর অভিযান চালিয়েছে। টিসিবি মানুষের কাছে পণ্য পৌঁছে দিয়েছে।

সর্বশেষ খবর