মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

বোমা হামলায় বেনাপোলে আমদানি রপ্তানি বন্ধ ৬ ঘণ্টা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দখল নিতে বহিরাগত দুর্বৃত্তদের বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন পথচারীসহ বন্দরের ২০ শ্রমিক। ফলে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের প্রায় ৬ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

গতকাল সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম দখলে নিতে শ্রমিক সংগঠনের অফিসের সামনে বোমা হামলা শুরু করে। বোমা আতঙ্কে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্মরত শ্রমিকরা প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় উভয় পক্ষ। গুরুতর আহত পথচারী ইমরান হোসেনসহ ৫ শ্রমিককে  আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্দরে হ্যান্ডলিং শ্রমিকের ঠিকাদারি কাজ দখল নিতে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল বলে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন। শার্শা থানা, বেনাপোল পোর্ট থানা ও র‌্যাবের যৌথ প্রচেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরে সব ধরনের মালামাল ওঠানামাসহ পণ্য খালাশ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ জানান, সকালে প্রতিদিনের মতো শ্রমিকরা কাজে যোগদান করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই বহিরাগত একদল শ্রমিক বন্দরের সামনে অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। ফলে বন্দরে সব ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। রাশেদ বাহিনীর লোকজন বন্দরে এ ধরনের বোমা হামলা করেছে বলে তিনি জানান। নাভারন পুলিশের ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বোমা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রাথমিক তদন্তে রাশেদ কাউন্সিলরের নেতৃত্বে বন্দরে বোমা হামলা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর