মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা
কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

সালিশের নামে যেন অবিচার না হয়

প্রতিদিন ডেস্ক

সালিশের নামে যেন অবিচার না হয়

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রতিনিধি বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা বিচারের নামে কখনো অবিচার করবেন না। জনগণ যাতে আপনাদের ওপর আস্থা রাখতে পারে সে রকম কাজ করবেন। সূত্র : বাসস।

রাষ্ট্রপতি উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানান। মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে হাওর এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জন্য সবাইকে তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি মাদকমুক্ত পরিবেশ  ও বাল্যবিয়ে রোধে এলাকার সচেতন মানুষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেন। রাষ্ট্রপতি বলেন, ‘হাওর এলাকার উন্নয়ন দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন ও জটিল। তাই আমাদের উন্নয়ন চাহিদা অনেক এবং ইচ্ছা করলেও সব চাওয়া-পাওয়া পূরণ করা সম্ভব হয় না।’ রাষ্ট্রপ্রধান বলেন, হাওর এলাকার অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য দেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুুল হক, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, সহসভাপতি মো. শাহজাহান মিয়া, অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দীন, মিঠামইন ইউপি চেয়ারম্যান শরীফ কামাল প্রমুখ। এদিকে রাষ্ট্রপতি গতকাল বিকালে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ, করিমগঞ্জের চং নোয়াগাঁওয়ের বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরে তিনি ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এ ছাড়া রাষ্ট্রপতি উজানধনু নদের ওপর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জনপ্রতিনিধি ও পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি। ৩১ মার্চ তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর