বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

দুই দল স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে

ফেনী প্রতিনিধি

দুই দল স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে

ফেনীতে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। নৈতিক দিক থেকে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ফলে বিএনপির সময় যেমন স্বৈরতন্ত্র ছিল, এখন আওয়ামী লীগের সময়ও স্বৈরতন্ত্র চলছে। গতকাল শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জি এম কাদের প্রশ্ন করেন, মানুষের স্বপ্ন ছিল দেশের মালিক হবে জনগণ, এখন সেই দেশে জনগণের অবস্থান কোথায়? আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগ একবার ও বিএনপি পাঁচবার দুর্নীর্তিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপিই প্রথম বিচারবহির্ভূত হত্যা চালু করেছে।

এভাবে তারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করে। আর এখনো দেশে গণতান্ত্রিক অবস্থান নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ দিশাহারা। সরকার দ্রব্যমূল্য নিয়ে শুধুই মিথ্যাচার করছে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। আরও বক্তব্য রাখেন সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, এমরান হোসেন মিয়া, মো. আল মামুন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ। সঞ্চালনায় ছিলেন মুজিবুর রহমান ও জহির মজুমদার। সম্মেলন শেষে মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে সভাপতি ও জহির মজুমদারকে সাধারণ সম্পাদক করে পার্টির জেলা কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর