বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে তরুণকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাফি ভূঁইয়া নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা। সোমবার রাতে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাফি একই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে ও ২০২১ সালে স্থানীয় ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এক ভাই এক বোনের পরিবারে সবার বড় রাফির স্বপ্ন ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার। অপরদিকে, অভিযুক্ত প্রদীপ হাসান (২০) আহম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,              বখাটে প্রদীপ হাসান বেশ কিছুদিন ধরে কোমরে ছুরি নিয়ে ঘুরতেন এবং স্কুল-কলেজের মেয়েদের উত্ত্যক্ত করতেন। এই নিয়ে কারও সঙ্গে তর্কবিতর্ক হলেই মেরে ফেলার হুমকি দিতেন। রাফি সোমবার সন্ধ্যায় চাকরির ইন্টারভিউ দিতে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে এলাকার মেয়েদের উত্ত্যক্ত করার বিষয়ে প্রদীপকে সতর্ক করছিল প্রতিবেশীরা। একপর্যায়ে প্রদীপ হাসান তাদের ছুরি দেখিয়ে খুন করে ফেলব বললে তারা ভয়ে সরে যায়। ঠিক সেই মুহূর্তে রাফি তার সামনে পড়ে এবং তাকে ‘কি হয়েছে’ বলে বুঝানোর চেষ্টাকালে ছুরিঘাকাত করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ চৌধুরী বলেন, প্রদীপ হাসান এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অপরাধে জড়িত। ওই দিন সন্ধ্যায় আমরা কয়েকজন তাকে মেয়েদের উত্ত্যক্ত না করার জন্য বুঝাচ্ছিল্লাম। উল্টো তিনি আমাদের ছুরি দেখিয়ে খুন করার হুমকি দেন। ভয়ে আমরা সরে যাই। এ সময় হঠাৎ রাফি তার সামনে পড়ে গেলে ঘটনা ঘটায়।  এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। বাবা-মার আহাজারিতে আকাশ যেন ভারী হয়ে উঠছে। নিহত রাফির মা পাগলের মতো বিলাপ করতে থাকেন, ‘অনেক কষ্ট করে অভাব-অনটনের মধ্য দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করতে ছিলাম।

 আমার মতো যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। আমার ছেলের মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি। নিহতের বাবা মামলা করার কথা জানিয়েছেন। 

সর্বশেষ খবর