বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

নেত্রকোনায় চাকরি হারিয়ে বেকার, টাকা নিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক

‘চাকরি হারিয়ে হঠ্যাৎ বেকার হয়ে পড়েন নেত্রকোনার দুর্গাপুর এলাকার বাসিন্দা মাসুদ মিয়া। এলাকার ‘হাবিব ভ্যারাইটিজ স্টোর’ নামে মুদি ও জ্বালানি তেলের দোকানে বাকিতে পণ্য নিতে থাকেন। একপর্যায়ে দোকান মালিক হেকমত আলী (৬২) বিভিন্ন মানুষের উপস্থিতিতে পাওনা টাকা পেতে মাসুদকে চাপ দেন। তখন  দোকানটি লুটের পরিকল্পনা করেন মাসুদ। একপর্যায়ে গভীর রাতে সহযোগীদের নিয়ে তিনি হেকমতকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করতে থাকেন। হেকমত এ সময় মাসুদকে চিনতে পেরে নাম ধরে ডাক দেন। আর পরিচয় ফাঁস হয়ে পড়ায় মাসুদ গং হেকমতের মাথায় আঘাত করে তাকে খুন করে।’ এ তথ্য জানিয়েছে সিআইডি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মাসুদকে গ্রেফতারের পর গতকাল দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি মুক্তা ধর বলেন, ২০ মার্চ দুর্গাপুর এলাকার ‘হাবিব ভ্যারাইটিজ স্টোর’ নামে মুদি ও জ্বালানি তেলের দোকানের মালিক হেকমতকে খুন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের ধারাবাহিকতায় আসামি মাসুদকে শনাক্ত করে জামালপুর থেকে গ্রেফতার করা হয়। এসপি আরও জানান, হাবিব ভ্যারাইটিজ স্টোরের মালিক হেকমত পাওনা টাকা পরিশোধের জন্য বিভিন্ন মানুষের উপস্থিতিতে মাসুদকে চাপপ্রয়োগ করলে তিনি অপমানিত বোধ করেন। এরপর প্রতিশোধ নেওয়ার জন্য তার দোকানে লুটের পরিকল্পনা করে। তারপর পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে মাসুদসহ কয়েকজন হেকমতের দোকানে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে মারপিট করতে থাকে। একপর্যায়ে হেকমত তাদের চিনে ফেলেন এবং তাদের নাম ধরে ডাকেন। বিষয়টি হেকমত সবাইকে বলে দেবে জানালে- তার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন মাসুদ। পরে মাসুদসহ তার সঙ্গীরা দোকানের ক্যাশ থেকে নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর