বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ছিনতাইকারীরা হত্যা করেছে চিকিৎসক বুলবুলকে : পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ডা. আহমেদ মাহী বুলবুলের হত্যায় জড়িত চারজন গ্রেফতার হয়েছেন। পুলিশ বলছে, এরা পেশাদার ছিনতাইকারী। এদের বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংস্থাটি বলছে, কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের তৎপরতার তথ্য পাওয়া যাচ্ছে। নিজেদের মধ্যে বিভেদে খুনোখুনির ঘটনাও ঘটেছে। এর মধ্যে ২৭ মার্চ ভোরে মিরপুরের শেওড়াপাড়ায় আলোচিত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বুলবুলের কাছে যে টাকা ছিল সেগুলো নিয়ে যেতে না পারলেও ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ছুরিকাঘাত বলে ধারণা তদন্তসংশ্লিষ্টদের। গ্রেফতার চার ব্যক্তি হলেন- রায়হান (২৭), রাসেল (২৫), আরিয়ান (২৩) ও সোলায়মান (২৩)। তাদের থেকে মোবাইল ফোন ও চাকু জব্দের কথা জানানো হয়েছে। গতকাল বেলা ৩টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘রোজা ও ঈদ সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয়। তাদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। আর বুলবুলকে ছুরি মারার পরই ঘটনাস্থলে অটোরিকশা ও বাস চলে আসার পর আক্রমণকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গ্রেফতার চারজন পেশাদার ছিনতাইকারী। ছিনতাই করতে গিয়েই তারা বুলবুলকে ছুরি মারে। এর সঙ্গে ওই চিকিৎসকের ঠিকাদারি ব্যবসার বিরোধের কোনো বিষয় নেই। ডা. বুলবুলের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা টাকা নিতে চাইলে বাধা দেন বুলবুল। এ সময় তারা তাঁর ডান পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণেই ডা. বুলবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ রবিবার ভোর সাড়ে ৫টায় শেওড়াপাড়ায় মেট্রোরেলের ২৭৮ নম্বর পিলারের কাছে ছুরিকাহত হন ডা. বুলবুল। তাঁকে ওই এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বুলবুল দন্ত চিকিৎসক হিসেবে মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি পাঁচ বছর ধরে ‘মেসার্স রংপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও চালাতেন। তাঁর স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে রবিবারই একটি হত্যা মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর