বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

অর্থনীতির চেয়ে সামাজিক সংকট আরও জটিল

মানিক মুনতাসির

অর্থনীতির চেয়ে সামাজিক সংকট আরও জটিল

ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

অর্থনৈতিক সংকটের চেয়ে সামাজিক সংকট যে কোনো দেশে বড় ধরনের জটিলতা তৈরি করে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, করোনা মহামারির কারণে সারা বিশ্বেই তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। বাংলাদেশেও অর্থনৈতিক সংকট রয়েছে। তবে এই  সংকট আমরা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। তবে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং কর্মসৃজনমূলক কর্মসূচির ব্যাপকতা কমেছে। এর ফলে এক ধরনের সামাজিক সংকট তৈরির আশঙ্কা রয়েছে। অবশ্য সরকার যেসব কর্মসূচি হাতে নিয়েছে সেগুলোর সুষ্ঠু বাস্তবায়ন হলে বড় ধরনের সামাজিক সংকট হয়তো তৈরি হবে না। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, করোনার এই সময়ে বেশিরভাগ মানুষের আয় কমেছে। আবার কারও কারও আয় অনেক বেশি বেড়েছে। এরই মধ্যে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। যদিও সরকার গরিব মানুষকে সহায়তা দিতে নানা রকম কর্মসূচি হাতে নিয়েছে। রমজান উপলক্ষে এক কোটি মানুষকে ফেয়ার প্রাইস কার্ডও দেওয়া শুরু করেছে। তিনি বলেন, মানুষকে কম দামে খাদ্যপণ্য দেওয়া, পণ্যবাজারে মনিটরিং বাড়ানো, সিন্ডিকেটের কারসাজি ভেঙে দেওয়া এবং সরকারের গৃহীত পদক্ষেপগুললোর সঠিক বাস্তবায়ন করা জরুরি। যাদের জন্য ফেয়ার প্রাইস কার্ড প্রকল্প নেওয়া হয়েছে তারাই যেন সেটা পায় তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ভিজিডি, টিআর, কাবিখাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রমের আওতায় যেন সঠিক লোকদেরই আনা হয় এটা নিশ্চিত করতে হবে। এসব প্রকল্পের অপব্যবহার রোধ করতে হবে। আমাদের এখানে সব সময় এমন হয় যে, গরিবের জন্য যা বরাদ্দ থাকে সেটা তারা পায় না। রমজান উপলক্ষে যাদের কার্ড দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তাদের কার্ড প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এসব কার্যক্রম বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে দিতেও সরকার নানা রকম প্রণোদনা দিয়েছে। সেসব প্রণোদনা কার্যক্রমে নানা অসঙ্গতির অভিযোগও রয়েছে। আসন্ন রমজানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে গৃহীত কার্যক্রমগুলোর সুষ্ঠু বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর