বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

এত খারাপ অবস্থা দেখিনি

নিজস্ব প্রতিবেদক

এত খারাপ অবস্থা দেখিনি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এত খারাপ অবস্থা কখনো দেখিনি। কথা বলার কোনো স্বাধীনতা নেই। এমন এক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে যে, কথা বললেই শিরন্ডেদ হতে পারে। তিনি আরও বলেন, এখন শালীনতা বোধ এবং সৌজন্যবোধ একেবারেই নেই হয়ে গেছে। এমন সব কথাবার্তা এমন এমন লোকজন এখন বলছেন, যাদের বেতন হয় জনগণের টাকায়, যাঁরা জনগণের চাকর, আজ তাঁরাই কি না দেশের মালিক বনে গেছেন।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সদ্য কারামুক্ত বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। ‘রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ১৭ মাসের কারাভোগের দিনগুলোতে খোঁজখবর নেওয়াসহ প্রতিবাদ করার জন্য সহকর্মীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, এলাহী নেওয়াজ খান প্রমুখ।   

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর