শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

প্রীতির মৃত্যু মেনে নেওয়া যায় না

নিজস্ব প্রতিবেদক

প্রীতির মৃত্যু মেনে নেওয়া যায় না

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির মৃত্যু এতটাই বেদনাদায়ক যা মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমাদের পাঠিয়েছেন। আমরা তার পরিবারের পাশে আছি। ২৪ মার্চ রাতে ঢাকার শাহজাহানপুরে আঁততায়ীর গুলিতে নিহত রিকশারোহী কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির শান্তিবাগের বাসায় গিয়ে তার মা-বাবাকে প্রধানমন্ত্রীর পক্ষে সমবেদনা জানান। পরে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ। গতকাল দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সঙ্গে নিয়ে সামিয়াদের বাসায় যান ড. হাছান মাহমুদ। এ সময় তারা সামিয়ার বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা ও এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই সোহায়েব সামির সঙ্গে একান্তে কথা বলেন। অশ্রুসিক্ত সামিকে বুকে জড়িয়ে ধরেন তথ্যমন্ত্রী। হাছান সাংবাদিকদের জানান, ইতোমধ্যেই মূল আসামি গ্রেফতার হয়েছে। একই ঘটনায় আমাদের দলের একজন নেতা মৃত্যুবরণ করেছেন। নিহত ছাত্রী সামিয়ার পরিবার মামলা না করলেও জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী মামলা করেছেন। সেই মামলার এজাহারে প্রীতির হত্যাকাে র কথা উল্লেখ রয়েছে। আইনানুযায়ী একই ঘটনায় দুটি মামলার প্রয়োজন নেই। মূল আসামি গ্রেফতার হয়েছে, যারা তার সঙ্গে ছিল তারাও পুলিশের জালের মধ্যে আছে। আমরা আশা করি তারাও খুব সহসা গ্রেফতার হবে। যথোপযুক্ত বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর