বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা
শান্তি প্রতিষ্ঠায় সন্দেহ

যুদ্ধ সীমিত করা নিয়ে ইউক্রেন-রাশিয়ার নানা অভিযোগ

প্রতিদিন ডেস্ক

ইস্তাম্বুল শান্তি আলোচনার পর অঙ্গীকার অনুযায়ী রুশ বাহিনী গতকাল ইউক্রেনে বড় ধরনের কোনো অভিযানে না নামলেও পরস্পরবিরোধী অভিযোগ উত্থাপন অব্যাহত রয়েছে। ইউক্রেন বলছে, যুদ্ধ সীমিত করার অঙ্গীকার করেও রাশিয়া হামলা বন্ধ করেনি। অন্যদিকে রাশিয়া বলেছে, ইউক্রেন সেনারা উসকানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ইউক্রেনের মিত্র হিসেবে আমেরিকা ও ব্রিটেন বলেছে, তারা রাশিয়াকে মোটেও  বিশ্বাস করে না। পর্যবেক্ষকরা বলছেন, সব মিলিয়ে শান্তি প্রতিষ্ঠায় সন্দেহ দূর হয়নি। সূত্র : বিবিসি, রয়টার্স, আল জাজিরা, স্পুটনিক। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, আক্রমণ বন্ধে কথা দেওয়া সত্ত্বেও রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উত্তর শহর চেহেরনিভে আক্রমণ অব্যাহত রেখেছে। এ ছাড়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ ইউনিটগুলোকে পুনরায় সংগঠিত করার জন্য রাশিয়া ও  বেলারুশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনে রুশ সেনা কমানোর অর্থ- আরও ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। ন্যাটোর সাবেক কমান্ডার স্যার রিচার্ড শিরেফ জানান, অধিকাংশ মানুষের মতো তিনিও রাশিয়ার অঙ্গীকারের বিষয়ে গভীর সন্দেহে রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওলেক্সান্ডার ওডনিলিউক বলেছেন, সামরিক কার্যক্রম কমানোর যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে, তা তিনি বিশ্বাস করেন না। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, রুশ বাহিনীর ওপর হামলা চালাতে এলে গতকাল রুশ সেনারা ইউক্রেনের বিমান বাহিনীর একটি এসইউ-২৪ বিমান ভূপাতিত করেছে। ইউক্রেন-বেলারুশ সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এদিন ইজিয়ুম, নোভায়া কাখোভকা, ডোনেটস্ক, নিকোলায়েভ, বারডিয়ানস্ক, গোরলোভকা, লুগানস্ক এবং রুবিজনো অঞ্চলে ইউক্রেনের অন্তত ১০টি ড্রোন ধ্বংস করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘ইস্তাম্বুলের আলোচনায় ইউক্রেন লিখিত প্রস্তাবনা দিয়েছে- এটা একটা ইতিবাচক বিষয়। তবে সেখানে প্রতিশ্রুতিশীল এবং বড়  কোনো অর্জন হয়নি। এখনো অনেক কাজ বাকি।’

শাস্তি প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ : ইস্তাম্বুল শান্তি বৈঠক সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি যতক্ষণ বাস্তবে রুশ হামলা কমে যেতে না দেখছি ততক্ষণ কোনো প্রতিশ্রুতি বিশ্বাস করব না। রাশিয়ার তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে- তা বাস্তবায়িত হয় কি না আমরা সেটাই দেখতে চাই।’ মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফ্রান্স, ব্রিটেন ও জার্মান নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাদের সবাই তাকে বলেছেন, ‘বাস্তব পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং তার ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে হবে।’

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও রাশিয়ার দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘রাশিয়াকে তার কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে তার কথায় বিশ্বাস করে নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর