বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

স্বাধীন গণমাধ্যমের প্রসারে গণতন্ত্র সুসংহত হয় : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাধীন গণমাধ্যমের প্রসারের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হয়। এর মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। গতকাল রাতে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ    (নোয়াব) আয়োজিত ‘পঁচিশ পেরোনো নোয়াব-সদস্য সংবাদপত্র সম্মাননা ২০২২’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, একাত্তরের ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের খবর দেশ-বিদেশে প্রচারের উদ্যোগ নিয়েছিল সংবাদপত্র। দৈনিক ইত্তেফাক ও দৈনিক সংবাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাই, দেশের ইতিহাসের সঙ্গে সংবাদপত্রের পথচলার ইতিহাস সম্পর্কযুক্ত। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,  সংবাদপত্র জনগণের জন্য তথ্যভা ার। সুস্থ ও পরিশীলিত সমাজ বিনির্মাণে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিশ্বায়নের যুগে সমগ্র বিশ্বের আনাচে-কানাচের খবর গণমাধ্যম আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে দায়িত্বশীল ও   নৈতিকতাসম্পন্ন সাংবাদিকতা অপরিহার্য। মিথ্যা সংবাদ, ভুল তথ্য ও অপসাংবাদিকতা মানুষ তথা সমাজকে ভুল পথে প্রবাহিত করে। নোয়াব সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এমপি ও মাহবুব উল আলম হানিফ এমপি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন,  দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন,  ভোরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক তারিক সুজাত, নোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ আনাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর