শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জাতীয় সরকার অনিবার্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সরকার অনিবার্য

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রের মৌলিক প্রশ্নে ‘জাতীয় সরকার’ অনিবার্য হয়ে পড়েছে। তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় দলের পরিবর্তে আর দল নয়।

গত ৫০ বছর দলের পরিবর্তে দল ক্ষমতায় এসে নিজেদের নিয়েই ব্যস্ত থেকেছে। রাষ্ট্রের মৌলিক প্রয়োজন মেটাতে ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেনি। ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রব্যবস্থাকে কোনো একক দল বা দলীয় সরকার উদ্ধার করতে পারবে না। ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতি’র প্রতিবাদে এবং ‘জাতীয় সরকার’-এর দাবিতে গতকাল মিরপুর-১ নম্বরে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে জেএসডি সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, মোস্তফা কামাল, এস এম শামসুল আলম নিক্সন প্রমুখ বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর