শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ভারতকে সস্তা দরে জ্বালানি তেল দেবে রাশিয়া

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দিল্লি এসে ভারতকে সস্তা দরে জ্বালানি তেল দেওয়ার ওয়াদা করলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা : অপরিশোধিত উরাল পেট্রোলে ব্যারেলপ্রতি ৩৫ ডলার ছাড় দেওয়া। ভারতে বর্তমানে লিটারপ্রতি পেট্রোল ১০০ রুপি ছাড়িয়ে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে হায়দরাবাদ হাউসে লাভরভের দীর্ঘ বৈঠকে রাশিয়া আরও সুবিধা দেওয়ার জন্য ডলারের পরিবর্তে রুপি-রুবলে বাণিজ্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, ভারতের প্রয়োজনে সামরিক সহযোগিতা করবে রাশিয়া।

সের্গেই লাভরভ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি ভøাদিমির পুতিনের বার্তা তুলে দেন।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘দুই পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতির বাণিজ্য ও আর্থিক সম্পর্কে প্রভাব পড়া নিয়ে কথা বলেছেন।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, ‘পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া ভারতকে যাবতীয় অত্যাধুনিক সামরিক সম্ভার সরবরাহ করবে।’ তিনি এও বলেন, ‘এখন পর্যন্ত ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠকের কোনো ফরমুলা তৈরি হয়নি।’ রাশিয়া ভারতকে দেড় কোটি ব্যারেল তেল সরবরাহ করতে প্রস্তুত। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে তেল কিনে চলেছে। এতে আমেরিকা রুষ্ট। রাশিয়ার পশ্চিমে বাল্টিক সাগরের বাধা কাটিয়ে ভøাদিভোস্তক বন্দর থেকে তেল আনা নিয়ে কথা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত নিরপেক্ষ অবস্থানে রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভূমিকার প্রশংসা করেন। বৃহস্পতিবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস নয়াদিল্লিতে এসে রাশিয়াকে দুনিয়ার প্রধান দুশমন বলে ঘোষণা করেন। পররাষ্ট্রমন্ত্রী পাল্টা জবাবে শুনিয়ে দেন, ‘রাশিয়া থেকে তেল কেনা নিয়ে দিল্লিকে সমালোচনা শুনতে হয়। অথচ পশ্চিমা দুনিয়া যুদ্ধের মধ্যেও তেল-গ্যাস কিনে চলেছে।’

সর্বশেষ খবর