শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মানুষের আজ কোনো অধিকার নেই

নিজস্ব প্রতিবেদক

মানুষের আজ কোনো অধিকার নেই

রাজধানীর গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে গতকাল বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম -বাংলাদেশ প্রতিদিন

দুর্নীতি ও ক্ষুধামুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, স্বাধীনতার ৫১তম বর্ষে এসেও আজকের সরকার ’৭১-পূর্ববর্তী সরকারের মতো নিপীড়নমূলক আচরণ করছে। দেশের সাধারণ নাগরিকদের কোনো অধিকার ও সম্মান নেই। সব অধিকার ভোগ করছে ক্ষমতাসীন এবং তাদের দোসররা। গতকাল রাজধানীর গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, মদের বিধিমালা বাতিল ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক আজাদ, হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ, মাওলানা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা খালিদ সাইফুল্লাহ, ডা. মুহাম্মদ আক্কাস আলী সরকার, গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। পীর চরমোনাই বলেন, স্বাধীনতা-উত্তর মানুষ স্বপ্ন দেখেছিল স্বাধীন দেশে ন্যায্য অধিকার ফিরে পাবে। অথচ স্বাধীনতা-পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে, সবাই জনগণের স্বপ্ন গলা টিপে হত্যা করেছে।

সর্বশেষ খবর