রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রুশ তেল গুদামে হামলা অস্বীকার ইউক্রেনের

প্রতিদিন ডেস্ক

সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে তেলের গুদামে হামলার ঘটনায় মস্কো ইউক্রেনকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেন বলেছে, রাশিয়ার  ভূখন্ডে হওয়া যে কোনো কিছুর দায় রাশিয়াকেই নিতে হবে। সূত্র : দ্য গার্ডিয়ান।  আঞ্চলিক গভর্নর ভেয়াচেসলাভ গ্লাদকভ এক টেলিগ্রাম  পোস্টে বলেন, ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী বেলগোরোদ শহরে স্থানীয় সময় গত শুক্রবার ইউক্রেনের দুটি এমআই-২৪ হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে এবং সীমান্ত থেকে ২৫ মাইল দূরে অবস্থিত এশটি তেলের গুদামে রকেট হামলা চালায়। এর পরপরই ওই তেলের গুদামে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে। অন্যদিকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের  সেক্রেটারি ওলেক্সি দানিলভ এ হামলার দায় অস্বীকার করে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘কিছু কারণে তারা বলছে আমরাই এ কাজ করেছি।

তবে সত্যিকার অর্থে তা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আমরা আমাদের নিজস্ব ভূখন্ডে আত্মরক্ষামূলক সামরিক কার্যক্রম চালাচ্ছি। রুশ ভূখন্ডে যা কিছু ঘটবে, তার দায় রাশিয়ার নেতাদেরই বহন করতে হবে।’ এদিকে  এ হামলার কারণে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি  পেসকভ। তিনি জানান, এ অবস্থায় এখন পশ্চিমাঞ্চলীয় সীমান্তকে শক্তিশালী করবে রাশিয়া।

সর্বশেষ খবর