রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে খিলগাঁও তিলপাপাড়ায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার  পর ময়লাবাহী গাড়ির চালক বকুল মিয়াকে আটক করেছিল পুলিশ। কিন্তু ভুক্তভোগীর পরিবার কোনো অভিযোগ না দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, নিহতের স্বামী শিপন। পরিবার কোনো অভিযোগ করেনি। তাই সুরতহাল ছাড়াই তারা লাশ নিয়ে গেছেন। তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে ওই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে তিনি যান।

রাজধানীর দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গত কয়েক মাসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ২২ জানুয়ানি মহাখালীতে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান শিখা রানী নামে একজন পরিচ্ছন্নতা কর্মী। এর আগে ২৩ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এরও এক মাস আগে ২৪ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসিরই এক ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার পর দিন ২৫ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের আরেকটি ময়লার গাড়ির ধাক্কায় পান্থপথে প্রাণ হারান আহসান কবির খান নামে এক গণমাধ্যমকর্মী। অন্যদিকে ২ ডিসেম্বর উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ি যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে আরজু বেগম (৬৫) নামে একজন আহত হন। ৮ ফেব্রুয়ারি গাবতলীতে ময়লার গাড়ির চাপায় পা থেঁতলে যায় এক যুবকের। তার ডান পা পুরোটা থেঁতলে গেলে পুলিশ গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ খবর