সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা আছে ভোক্তারও

শামীম আহমেদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা আছে ভোক্তারও

গোলাম রহমান

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, রমজান এলেই এখানে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ভোক্তাকেও ভূমিকা রাখতে হবে। কেউ যেন অতি মুনাফার জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াতে না পারে সে জন্য সরকারকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। অন্যদিকে ভোক্তাকেও কেনাকাটায় সংযমী হতে হবে। দাম বাড়তে পারে ভেবে সবাই বেশি করে পণ্য কিনতে শুরু করলে বাজারে সংকট সৃষ্টি হবে। এতে দাম বাড়বে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিশ্বের অনেক দেশেই করোনা-পরবর্তী সময়ে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ডলারের বিপরীতে টাকার মূল্যহার অবমূল্যায়নে আমদানি ব্যয় বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও সংকট সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারেও কিছু পণ্যের দাম বেড়ে গেছে। আমদানি ব্যয় বেশি হলে বাজারে পণ্যের দাম বাড়া স্বাভাবিক। তবে সেই বৃদ্ধিটা যেন আমদানি মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বাড়াতে না পারে সেদিকে সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে। সরকার টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে রোজার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে। এটা ভালো উদ্যোগ। সরকারকে দেখতে হবে পণ্য সরবরাহ চেইন যাতে  কোনোভাবেই ব্যাহত না হয়। একই সঙ্গে যানজট ও চাঁদাবাজি রুখতে হবে। এগুলোও পণ্যমূল্য বাড়ায়। কেউ মজুদদারি বা কৃত্রিম সরবরাহ সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ জন্য কঠোর নজরদারি করতে হবে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে শুধু সরকার নয়, ভোক্তার ভূমিকাও গুরুত্বপূর্ণ আছে। অনেক বিত্তবান আছেন যারা রোজার শুরুতেই একসঙ্গে অনেক পণ্য কিনে রাখেন। কেউ আবার দাম বাড়তে পারে ভেবে বেশি করে কিনে রাখেন। এতে বাজারে সংকট সৃষ্টি হয়। মূল্য বেড়ে যায়। এখানে রোজার আগে এবং শুরুর দিকে বেশি বেশি পণ্য ক্রয়ের প্রবণতা দেখা যায়, যা ব্যবসায়ীদের মূল্য বৃদ্ধির সুযোগ করে দেয়। তাই ভোক্তাদের সংযমী হতে হবে। প্রয়োজনের অতিরিক্ত পণ্য তারা যেন ক্রয় না করেন। বারবার অল্প অল্প করে কিনলে সরবরাহ সংকট সৃষ্টি হয় না। পবিত্র রমজান মাসে অনৈতিকভাবে সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহ রমজানকে বলেছেন সংযমের মাস। মুনাফা অর্জনে সংযমী হোন। অন্যান্য মুসলিম দেশ রমজানে দ্রব্যমূল্যে ছাড় দেয়। অতি মুনাফার জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না।

সর্বশেষ খবর