সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আল্লাহ আপনাদের মাফ করবেন না

নিজস্ব প্রতিবেদক

আল্লাহ আপনাদের মাফ করবেন না

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যেখানে প্রতিবেশী ভারতে পূজায় বিভিন্ন পণ্যের দাম কমে, আমাদের এখানে সিয়াম সাধনার মাসে দাম বাড়ানো হয়েছে। আল্লাহ আপনাদের মাফ করবেন না। গতকাল রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শনে এসে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাজার পরিদর্শনকালে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিবুজ্জামান, পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের দাম বেড়েছে বলেই আমরা বারবার বাজারে এসেছি। খুচরা-পাইকারিতে দামের বেশ পার্থক্য রয়েছে। ঢাকায় বেগুন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ রংপুরে ১৫ টাকা কেজি। আমরা ভোররাতে ট্রাক বাজারে আসার সময় মনিটরিং বাড়াতে চাই। এতে দামের পার্থক্য বোঝা যাবে। চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কোথাও যদি চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায়, তাহলে আমার নম্বরটি নিন। কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হচ্ছে আমাকে জানান, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। বাণিজ্যমন্ত্রী বলেন, চালের বাজারে কিছুটা অসংগতি দেখেছি। পাইকারিতে মোটা চাল ৪৩-৪৪ টাকা, খুচরায় সেটা আরও বাড়বে। তবে এখন আর মোটা চাল কেউ খান না। রিকশাচালকও চিকন চাল খোঁজেন। আমরা খুচরায় আরও মনিটরিং বাড়াতে চাই, এ জন্য কাজ করবে টাস্কফোর্স।

সর্বশেষ খবর