সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

এত অপরিকল্পিত উন্নয়ন কোথাও নেই

নিজস্ব প্রতিবেদক

এত অপরিকল্পিত উন্নয়ন কোথাও নেই

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিশ্বের কোথাও বাংলাদেশের মতো এত অপরিকল্পিত অপেশাদার মনোভাব নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় না। ভুল উন্নয়ন দর্শনকে অবিলম্বে পরিত্যাগ করতে হবে। গতকাল গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতি ও বিশাল জনসংখ্যার একটি রাষ্ট্রে সব ক্ষমতা ঢাকায় কেন্দ্রীভূত করে যে রাজনৈতিক ও উন্নয়ন দর্শন চলমান রয়েছে তা নিঃসন্দেহে আত্মঘাতী। উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, সুদূরপ্রসারি পরিকল্পনার অভাবে উড়াল সড়ক, মেট্রোরেল এমনকি পাতাল রেলসহ সবকিছু চালু হওয়ার পরও যানজট অসহনীয় পর্যায়েই থেকে যাবে। কারণ এসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে রাজনৈতিক বিবেচনায় ও সরকারের মর্জিমাফিক। অপরিকল্পিত, অপেশাদার এবং অদূরদর্শী পরিকল্পনায় ঢাকা শহর তথা রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হচ্ছে।

সর্বশেষ খবর