সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাকস্বাধীনতা যেন ঝুঁকিতে না পড়ে

নিজস্ব প্রতিবেদক

বাকস্বাধীনতা যেন ঝুঁকিতে না পড়ে

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতে গিয়ে যেন মানুষের বাকস্বাধীনতা ঝুঁকিতে না পড়ে সেদিকে নজর দিতে হবে। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ক্ষতিকর দিক বন্ধ করতে এটা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ও আইনের খসড়া প্রস্তুত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ও ব্যবহারকারী সবার জন্যই গুরুত্বপূর্ণ এই খসড়া। এর মূল লক্ষ্য হওয়া উচিত, অনলাইনের ক্ষতিকর বিষয়ের ঝুঁকি এবং সেগুলোকে নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে আসা। বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ নয়। গতকাল দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফরমস ২০২১ এর খসড়া নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, আইনের খসড়ার উদ্দেশ্য সংবিধান ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত রাখা। কিন্তু যে দৃষ্টিভঙ্গিতে এই নীতি হওয়ার কথা, তা এই খসড়ায় দেখা যায়নি। এখানে অনেক কিছু ভেবে দেখার সুযোগ আছে। বিটিআরসির খসড়ায় কনটেন্ট অপসারণ এবং শনাক্তকরণের যে ধারা রাখা হয়েছে, তা বাক?স্বাধীনতার জন্য হুমকি। ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এটা বাস্তবায়ন হলে বলা যায়, বাংলাদেশ একটি নজরদারি সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের সঙ্গেও এটি সাংঘর্ষিক। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কাছাকাছি বিষয় নিয়ে নীতিমালা থাকায় প্রায়োগিক দ্বন্দ্ব ও ঝুঁকি তৈরি হবে।

 ব্যবহারের ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যাখ্যার সুযোগ থাকবে এবং অপব্যবহারের সুযোগও তৈরি হবে। তিনি আরও বলেন, ডিজিটাল মাধ্যম ব্যবহারের ঝুঁকি নিয়ন্ত্রণের নামে যদি ডিজিটাল মাধ্যম ব্যবহারকেই নিয়ন্ত্রণ করা হয়, তাহলে বলা যায়, মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলা। বৈশ্বিক পরিস্থিতি ও দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে এ ধরনের নীতিমালা করা উচিত। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি প্ল্যাটফরমের অবাধ সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি এর অপব্যবহারও হচ্ছে। কাজেই এটি নিয়ন্ত্রণের বিষয় আছে। কিন্তু এ ধরনের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়ক পরিবেশ তৈরি করারও উদ্যোগ থাকে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যেন সহায়ক পরিবেশ পায়, তাও নিশ্চিত করতে হয় এবং মানুষের অধিকার যেন সুরক্ষিত থাকে, সামঞ্জস্যপূর্ণ হয় এ ধরনের নীতিমালা। কিন্তু বিটিআরসির খসড়া নিয়ন্ত্রণমূলক হয়েছে।

সর্বশেষ খবর