সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নাশকতার মামলায় কারাদন্ড বিএনপির সাত নেতা-কর্মীর

আদালত প্রতিবেদক

ককটেল বিস্ফোরণ ও গাড়িতে ভাঙচুরের ঘটনায় বিএনপির সাত নেতা-কর্মীর বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় করা মামলায় দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ২৯ জনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত

মুখ্য মহানগর হাকিম মো. তাফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। দ প্রাপ্ত আসামিরা হলেন- খায়রুল, মুক্তার, ওয়াসিম, স্বাধীন, রুবেল, নবী হোসেন ও কামাল। তারা সবাই বিএনপির ঢাকা মহানগরের মুগদা থানার নেতা-কর্মী।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের জানান, মামলায় সাক্ষীরা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাত আসামি ন্যায়বিচার পায়নি। রায়ের কপি পাওয়ার পর আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ মার্চ রাজধানীর মুগদা থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি গাড়িতে আগুন লাগানো হয়। এ ঘটনায় ১৯ মার্চ মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ এপ্রিল ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দুলাল চন্দ্র ভৌমিক।

সর্বশেষ খবর