মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
তুচ্ছ কারণে খুনোখুনি

দুই গ্রামবাসীর সংঘর্ষে হাফেজ নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই গ্রামের লোকজনের সংঘর্ষে এক কোরআনে হাফেজ নিহত হয়েছেন। তিনি সংঘর্ষ থামাতে গিয়েছিলেন। জমিসংক্রান্ত বিরোধের জেরে রবিবার রাত দেড়টা থেকে প্রায় ছয় ঘণ্টা উপজেলার হরিপুর বাজারে হাউদপাড়া গ্রাম ও শ্যামপুর গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত হাফেজ মাওলানা সালেহ আহমদ হাউদপাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুরের ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়ায় একখণ্ড জমি কেনেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুর রশিদ। রবিবার ওই জায়গায় মাটি ভরাট করতে গেলে হাউদপাড়া গ্রামের লোকজন আবদুর রশিদকে বাধা দেন ও লাঞ্ছিত করেন। এ খবর পেয়ে আবদুর রশিদের গ্রাম শ্যামপুরের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। রাত দেড়টার দিকে দুই গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ শ্যামপুরকে আর বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিক আহমদ হাউদপাড়াকে নেতৃত্ব দেন। প্রায় ছয় ঘণ্টা সংঘর্ষ চলার পর গতকাল সকাল সাড়ে ৭টার দিকে হাউদপাড়ার হাফেজ সালেহ আহমদসহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সালেহ আহমদ। সকালে সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান হরিপুর বাজারে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরিপুর বাজারের সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর আহমদ জানান, সংঘর্ষে সালেহ আহমদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুনরায় যাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়াতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর