বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে এগিয়ে মেয়েরা

সারা দেশে প্রথম সুমাইয়া মোসলেম মিম

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল গতকাল প্রকাশ করা হয়েছে। ফলাফলে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৭৯ হাজার ৩৩৭ জন। তার মধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশই ছাত্রী। আসন সাপেক্ষে প্রথম ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। অন্যরা মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিবেচিত হবেন। বেসরকারি মেডিকেল কলেজগুলোয় আসন আছে মোট ৬ হাজার ৪৮৯টি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল স্বাস্থ্য অধিদফতরে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন। লিখিত পরীক্ষায় এবার ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মিম। এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ মিলে তার প্রাপ্ত নম্বর ২৯২ দশমিক ৫। খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন তিনি। ছেলেদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯১ দশমিক ৫। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ নম্বর ২৮৩ (লিখিত ও এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএসহ)। সর্বনিম্ন ২৭২ দশমিক ৭৫ শতাংশ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপজাতীয় কোটায় সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীর সর্বোচ্চ নম্বর ২৭৩ দশমিক ৭৫ (লিখিত ও এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএসহ)। সর্বনিম্ন ২৩৭ দশমিক ৬৫ নম্বর পেয়ে উপজাতীয় কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন। শুক্রবার সারা দেশে ৫৭ কেন্দ্রে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। তার মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থীর মধ্যে যারা উত্তীর্ণ বা যোগ্য বিবেচিত হয়েছেন তার মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছাত্র এবং ৪৪ হাজার ৫০৪ জন ছাত্রী। সরকারি মেডিকেল কলেজে প্রতি আসনের বিপরীতে ৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের পরীক্ষা খুবই সুন্দরভাবে হয়েছে। এ পরীক্ষা নিয়ে কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদে মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদল বলেন, ‘প্রথম থেকেই লক্ষ্য-উদ্দেশ্য ছিল শতভাগ সুন্দর ও স্বচ্ছ পরীক্ষা উপহার দেওয়া। আমাদের সংশ্লিষ্ট সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এ পরীক্ষা শতভাগ সুন্দরভাবে শেষ করার জন্য। আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি।’ ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান প্রমুখ।

সর্বশেষ খবর