বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শতভাগ শিক্ষিত করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

শতভাগ শিক্ষিত করতে কাজ করছে সরকার

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। শতভাগ মানুষকে শিক্ষিত করতে কাজ করছে সরকার। গতকাল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে ভার্র্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মিরপুরের পুলিশ কনভেনশন হলে এ সমাবর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। গ্রাজুয়েটদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, মেধা, প্রজ্ঞা ও কর্ম দিয়ে তোমরা স্বপ্নের সোনার বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত দেশ হিসেবে গড়ে– তুলতে সক্ষম হবে। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজ সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্য দেন। এ ছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামসহ অন্যরা এতে বক্তব্য দেন। সমাবর্তনে ৩ হাজার ৭৪৪ জন গ্র্যাজুয়েট অংশ নেন।

সর্বশেষ খবর