শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
পোর্ট এলিজাবেথ টেস্ট

সমানে সমান প্রথম দিন

ক্রীড়া প্রতিবেদক

পৌনে চার দিন পর্যন্ত বাংলাদেশ সমান তালে লড়াই করেছে ডারবান টেস্টে। চতুর্থ দিনের শেষ ঘণ্টা ও পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় সবকিছু তালগোল পেকে যায়। মুমিনুল বাহিনীর সব দৃঢ়তাকে তাসের ঘরের মতো ভেঙেচুরে দেন কেশব মহারাজ ও সাইমন হার্মার। দুই প্রোটিয়াস স্পিনারের ঘূর্ণিতে বেসামাল হয়ে টেস্ট হেরে যায় টাইগাররা। সেই ধাক্কা সামলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের স্বপ্ন পূরণে গতকাল পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে একাদশে দুটি পবিরর্তন নিয়ে খেলতে নামে মুমিনুল বাহিনী। একাদশে ফেরেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল এবং বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। পেটের পীড়ায় প্রথম টেস্ট খেলেননি টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম। ডারবানের অতিরিক্ত বাউন্সের জন্য সুযোগ হয়নি তাইজুলের। পোর্ট এলিজাবেথে তামিম ফিরেছেন অটো চয়েজে। বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলামের ছন্দহীন ব্যাটিং ওয়ানডে অধিনায়কের একাদশে ফেরাটা সহজ করেছে। তাসকিনের কাঁধের ইনজুরি ফিরিয়েছে তাইজুলকে। সিরিজের শেষ টেস্ট। পোর্ট এলিজাবেথে প্রথম খেলছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করেছে। লাঞ্চ বিরতির পর বৃষ্টিতে মিনিট পনেরো বন্ধ ছিল খেলা। গতকাল প্রথম দিন চা বিরতি পর্যন্ত ম্যাচে চালকের আসনেই বসেছিল স্বাগতিক দল। শেষ দিকে হঠাৎ করেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দিন শেষ করে প্রোটিয়ারা তিন হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ২৭৮ রান তুলে। অধিনায়ক এলগার ৮৯ বলে ১০ চারে ৭০, কিগান পিটারসেন ১২৪ বলে ৯ চারে ৬৪ এবং টেম্বা বাভুমা ১৬৭ বলে ৯ চারে ৬৭ রান করেছেন। সফরে প্রথমবার খেলতে নামা তাইজুল ৭৭ রানে ৩টি ও খালেদ ৫৯ রানে ২ উইকেট নেন।

১৮৭৭ সালে টেস্ট অভিষেক। পোর্ট এলিজাবেথে প্রথম টেস্ট ১৮৮৯ সালে। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। অভিষেক টেস্টেই নতুন বলে স্পিন করেছিলেন ইংলিশ বাঁ-হাতি স্পিনার জন গ্রিগস। তার ঘূর্ণিতে ৮ উইকেটে টেস্ট জিতেছিল ইংল্যান্ড। অবশ্য সিরিজের পরের টেস্টেও স্পিনার দিয়ে ওপেন করাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাঁ-হাতি স্পিার আলবার্ট রোজ ইনেস ওপেন করেছিলেন। এরপর গত ১৩৩ বছরে পোর্ট এলিজাবেথে আর কোনো স্পিনার নতুন বলে বোলিং ওপেন করেননি। গতকাল বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ করেন। খালিদ আহমেদ ওপেন করেন। দ্বিতীয় ওভার করেন মেহেদি মিরাজ। যদিও ১ ওভারে ১ রান দেওয়ার পর তার জায়গায় বোলিংয়ে আসেন ইবাদত হোসেন। দেশের মাটিতে স্পিন দিয়ে বোলিং করানোর রেকর্ড রয়েছে। কিন্তু দেশের বাইরে ২০১৮ সালের পর এই প্রথম। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবু জায়েদ রাহী ও সাকিব আল হাসান বোলিং শুরু করেছিলেন। পোর্ট এলিজাবেথে ১৩৩ বছর পর হলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ স্পিন দিয়ে বোলিং আক্রমণের ঘটনা ঘটেছিল ১৯৩৫ সালে। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার বিল ও’রেইলি করেছিলেন দ্বিতীয় ওভার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর