শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে

জাতিসংঘ সদর দফতরে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২’ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক ভার্চুয়াল ইভেন্টে উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আবদুল মোমেন বলেন, ‘গত এক দশকে বাংলাদেশে অটিজম সম্পর্কে সচেতনতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। অটিজমের শিকার ব্যক্তি ও তাদের পরিবার যেসব চ্যালেঞ্জ ও সামাজিক গঞ্জনা মোকাবিলা করছে তা প্রশমিত ও দূর করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংশ্লিষ্ট অংশীজন একসঙ্গে কাজ করছে।’ জাতিসংঘে বাংলাদেশ ও কাতারের স্থায়ী মিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অটিজম স্পিক্সস যৌথভাবে ইভেন্টটির আয়োজন করে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বের ৭৫ মিলিয়নের বেশি অটিস্টিক মানুষ যাতে তাদের প্রতিভাকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারে এবং সমাজে যাতে পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিতে আমরা আমাদের প্রতিশ্রুতির পুর্নব্যক্ত করছি। 

পররাষ্ট্রমন্ত্রী এ সময় কভিড-১৯ মহামারির সময়ে অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য বিশেষ সহায়তা পদক্ষেপ গ্রহণ ও তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বাংলাদেশের উত্তম অনুশীলনগুলো তুলে ধরেন।  উদ্বোধনী পর্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন কাতারের সামাজিক উন্নয়ন ও পরিবারমন্ত্রী মরিয়ম বিনতে আলী বিন নাসার আল-মিসনাদ, জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসসা ফ্লেমিং, জাতিসংঘের ডেসার পরিচালক ড্যানিয়েলা ব্যাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিউইয়র্ক অফিসের পরিচালক ওয়েরনার ওবারমিয়ের।

সর্বশেষ খবর