শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস চুরি

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম বলেছেন, বাংলাদেশে প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস চুরি হচ্ছে। এই চুরি বন্ধ করতে পারলে স্পট মার্কেট থেকে সোনার দামে যে গ্যাস কেনা হচ্ছে তা কিনতে হতো না। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়নের ক্যাপাসিটি কস্টও এখন তুলে দেওয়া উচিত।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গতকাল রাজধানীর এফডিসি মিলনায়তনে জ্বালানির মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে এক ছায়া সংসদে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। বিপিসি ভর্তুকি প্রদান ও মুনাফা অর্জনের বিষয়টি কখনো সুস্পষ্টভাবে প্রকাশ করে না। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে নেতৃত্বের ব্যর্থতা রয়েছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়।

সর্বশেষ খবর