রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

র‌্যাংকিংয়ে পিছিয়ে কেন বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বরাবরের মতোই পিছিয়ে রয়েছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সামগ্রিকভাবে এই র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে। অন্য কোনো বিশ্ববিদ্যালয় ১ হাজারের মধ্যেও স্থান করে নিতে পারেনি। কিউএস র‌্যাংকিংয়ে কেন পিছিয়ে দেশের বিশ্ববিদ্যালয়, এ নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামান।

সর্বশেষ খবর