রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কায়ও অনাস্থা ভোটের প্রস্তুতি

৩০০ কোটি ডলার চান অর্থমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

বিক্ষোভের মুখে থাকা শ্রীলঙ্কা সরকারও পাকিস্তানের মতো অনাস্থা ভোটের মুখোমুখি হতে চলেছে বলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দেশটির প্রধান বিরোধী দল সমাজি জন বলওয়েগায়ার (এসজেবি) এরই মধ্যে অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছে। দলটি অনতিবিলম্বে দেশের অর্থনৈতিক সংকট কাটানোর আলটিমেটাম দিয়েছে। এদিকে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি বলেছেন, সংকট কাটাতে এখনই প্রয়োজন ৩০০ কোটি ডলার। তবে এ অর্থ কোথা থেকে আসবে সে ব্যাপারে তিনি ব্যাখ্যা দেননি। সূত্র : রয়টার্স।

প্রাপ্ত খবর অনুযায়ী রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন দুই দেশের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপট ভিন্ন হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনাস্থা ভোটের মুখে পড়ার মতো দশা হতে পারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের। দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলতে থাকায় বিক্ষুব্ধ মানুষ রাজপথে নেমেছে। পাশাপাশি পার্লামেন্টেও বিরোধী দলগুলো সরকারকে আলটিমেটাম দিয়েছে। এরই মধ্যে শুক্রবার এসজেবি নেতা সাজিথ প্রেমাদাসা দেশের অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে তাগিদ দিয়ে বলেছেন, না হলে শিগগিরই পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব  আনা হবে। ঋণে জর্জরিত ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে আসাসহ বিশৃঙ্খল ঋণখেলাপি অবস্থা থেকে দেশকে মুক্ত করে আনতে আর্থিক উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবিও তুলেছেন শ্রীলঙ্কার এই বিরোধীদলীয় নেতা। প্রাপ্ত খবর অনুযায়ী বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। এদিকে গতকাল এক বিবৃতিতে অর্থমন্ত্রী আলি সাবরি বলেছেন, ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। আগামী ছয় মাসের মধ্যে এ সংকট কাটিয়ে উঠতে ৩০০ কোটি ডলার সহায়তা প্রয়োজন। এ অর্থ দিয়ে জ্বালানি, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের গতি স্বাভাবিক করা সম্ভব। আলি সাবরি বলেন, ‘আমরা জানি আমরা কীসের মধ্যে আছি। এ পরিস্থিতিতে একমাত্র উপায় লড়াই করে যাওয়া। আমাদের আর কোনো বিকল্প নেই।’

সর্বশেষ খবর