রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

তাইজুল ঝলকের পর ব্যাটিং বিপর্যয়

ক্রীড়া প্রতিবেদক

তাইজুল ঝলকের পর ব্যাটিং বিপর্যয়

৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামালেন তাইজুল -এএফপি

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিন নিয়েছিলেন ৩ উইকেট। গতকাল নেন আরও ৩টি। সব মিলিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। তার ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৪৫৩ রানে গুঁড়িয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাইজুলের আলোকিত দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন পার করেছে ৪১ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তুলে। ফলোঅন এড়াতে আরও ১১৪ রানের টার্গেটে খেলবে মুমিনুল বাহিনী। হাতে আছে ৫ উইকেট। ভরসার প্রতীক হয়ে ২৪ রানে ব্যাটিং করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। প্রথমবার টেস্ট খেলতে নেমে তামিম ইকবাল ৪৭ রান করেন। নাজমুল শান্ত ৩৩, মাহামুদুল হাসান জয় শূন্য, লিটন দাস ১১ ও অধিনায়ক মুমিনুল হক করেন ৬ রান।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক গড়েন তাইজুল। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষে বাঁহাতি স্পিনার তাইজুলের উইকেট ৩৬ টেস্টে ১৫০টি। সাকিবের উইকেট ৫৯ টেস্টে ২১৫টি। ৫ উইকেটে ২৭৮ রান দিয়ে প্রথম দিন পার করে প্রোটিয়ারা। তখনো মনে হয়নি সাড়ে ৪০০ স্কোর করবে স্বাগতিকরা। গতকাল দিনের প্রথম সেশনটি নিজেদের করে নেন উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ। যদিও দিনের শুরুতে সপ্তম ওভারে খালেদ সাজঘরে ফেরত পাঠান কাইলি ভেরনকে। এরপর সপ্তম উইকেট জুটিতে উইয়ান মুল্ডার ও মহারাজ ৮০ রান যোগ করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান। দলীয় ৩৮০ রানে মুল্ডার বোল্ড আউট হন তাইজুলের বলে। নামের পাশে লেখা ছিল ৩৩ রান। ৪২ টেস্ট খেলা মহারাজ শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে দলীয় ৪১৮ রানে সাজঘরে ফেরেন। তাইজুেেলর ষষ্ঠ শিকারে পরিণত হওয়ার আগে নামের পাশে লিখেন ক্যারিয়ার সেরা ৮৪ রানের ইনিংস। তার টেস্ট ক্যারিয়ারে এটা চতুর্থ হাফসেঞ্চুরি। আগের তিনটি ইনিংস ছিল ৭১, ৭২ ও ৭৩ রানের। সেঞ্চুরির আশাজাগানো তার ইনিংসটি সাজানো ছিল ৯৫ বলে ৯ চার ও ৩ ছক্কায়। পোর্ট এলিজাবেথে ডিন এলগারের  স্বাগতিক দল ৪৫৩ রান করে ১৩৬.২ ওভারে। তাইজুলের স্পেল ছিল ৫০-১০-১৩৫-৬। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন ইনিংসে। আফ্রিকার মাটিতে সেরা বোলিং সাকিবের, ২০০৮ সালে সেঞ্চুরিয়ানে ২৮ ওভারের স্পেলে ৯৯ রানের খরচে নেন ৬ উইকেট। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেরা বোলিং পেসার শাহাদাত হোসেন রাজিবের, মিরপুরে ২৭ রানে ৬ উইকেট। টেস্টে তাইজুল ছাড়াও দারুণ বোলিং করেন পেসার খালেদ আহমেদ। ১০০ রানের খরচে নেন ৩ উইকেট। স্বাগতিকদের ইনিংসে ছিল চারটি হাফসেঞ্চুরি। এলগার ৭০, কিগান পিটারসেন ৬৪, টেম্বা বাভুমা ৬৭ ও মহারাজ ৮৪ রান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর