রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রাশিয়া-যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি

প্রতিদিন ডেস্ক

রাশিয়া এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়া বলেছে, ইউক্রেনকে সব ধরনের সামরিক সাজ-সরঞ্জাম দিয়ে কার্যত যুক্তরাষ্ট্র নেপথ্য থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। এ যুদ্ধ শেষ পর্যন্ত সরাসরি রাশিয়া-যুক্তরাষ্ট্র যুদ্ধে রূপ নিতে পারে। সূত্র : আরটি, স্পুটনিক, রয়টার্স। খবরে বলা হয়, ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সহায়তার ঢল অব্যাহত রয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জাড়ানোর বিষয়ে সতর্ক করছে মস্কো। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাতোলি অ্যান্তোনব গতকাল জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার  পর ন্যাটো ও তার মিত্ররা সরাসরি সংঘাতে যুক্ত না থাকলেও কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে পশ্চিমা নেতারা সরাসরি যুক্ত হচ্ছেন। এর মাধ্যমে তারা সংঘাত আরও বাড়ানোর উসকানি দিচ্ছেন। তাছাড়া তাদের এ ধরনের পদক্ষেপ বিপজ্জনক ও উসকানিমূলক। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকান্ড যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সরাসরি সামরিক সংঘর্ষের পথে নিয়ে যেতে পারে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য ন্যাটোর কাছে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি দাবি করেন, ইউক্রেন শুধু নিজেদের রক্ষা করছে না ইউরোপীয় ইউনিয়নকে রক্ষায়ও কাজ করছে। লুহানস্ক থেকে নাগরিকদের পালাতে বলল ইউক্রেন : ইউক্রেনের দাবি অনুযায়ী, পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহর থেকে রেলপথে পালানোর সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনার পর সেখানকার বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। গতকাল সকালে লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান। তিনি জানান, রাশিয়া সেখানে নতুন করে আক্রমণের জন্য সৈন্য বাড়াচ্ছে। এ দিন সকালে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে বিমান হামলার সাইরেন বাজার শব্দ শোনা যায়। উল্লেখ্য, এরই মধ্যে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ছয় সপ্তাহ পেরিয়েছে। এ সময়ে ৪০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। হাজার হাজার মানুষ নিহত কিংবা আহত হয়েছেন। চলমান এই যুদ্ধের ফলে ইউক্রেনের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ গৃহহীন হয়ে পড়েছেন। এ ছাড়াও দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর