রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট বারের ভোটের ফল ঝুলিয়ে রাখা ঠিক হচ্ছে না

-ব্যারিস্টার শফিক আহমেদ

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট বারের ভোটের ফল ঝুলিয়ে রাখা ঠিক হচ্ছে না

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গ্রহণের তিন সপ্তাহের বেশি সময় পার হওয়ার পরও ফলাফল ঘোষণা না করাকে নজিরবিহীন বলেছেন সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, ফলাফল ঝুলিয়ে রাখার এমন ঘটনা আমার জানা মতে অতীতে কখনো হয়নি। এটি দুঃখজনক। তিনি বলেন, ভোটাররা ভোট দিয়েছেন, তাঁদের ফলাফল না জানিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা ঠিক নয়। এটি ভোটারদের প্রতি অসম্মান। যৌক্তিকতা থাকলে পুনরায় ভোট গণনা হতে পারে। সুপ্রিম কোর্ট বারের ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ১৫ ও ১৬ মার্চ ভোট গ্রহণ হয়। ১৭ মার্চ রাতে ভোট গণনা শেষ হয়। জানা গেছে, সেদিন সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির ভোটে এগিয়ে ছিলেন। সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী মো. রুহুল কুদ্দুস (বর্তমান সম্পাদক) তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে কিছু ভোটে এগিয়ে ছিলেন। ওই রাতে একপর্যায়ে অনিয়মের অভিযোগ তুলে সাদা প্যানেল থেকে সম্পাদক প্রার্থী আবদুন নূর পুনরায় ভোট গণনা চেয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির কাছে আবেদন করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরদিন জানা যায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান সমিতির কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর পর থেকেই মূলত ভোটের ফলাফল ঘোষণা নিয়ে জটিলতা চলছে।

সর্বশেষ খবর