রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শিক্ষক হৃদয় মন্ডলকে গ্রেফতারে ক্ষোভ জাফর ইকবালের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষক হৃদয় মন্ডলকে গ্রেফতারে ক্ষোভ জাফর ইকবালের

মুন্সীগঞ্জের  বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে’ আয়োজিত সমাবেশে জাফর ইকবাল বলেন, ‘আমি হতাশ  হতে পারতাম। যেহেতু প্রতিজ্ঞা করেছি জীবনে হতাশ হব না, এ জন্য হতাশ শব্দটা ব্যবহার করলাম না। তবে আমি ক্ষুব্ধ, অত্যন্ত ক্ষুব্ধ।’ গতকাল বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ক্ষোভ প্রকাশ করে বক্তব্যকালে জাফর ইকবাল এসব কথা বলেন। ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা সব সময় শুনে এসেছি, আমাদের দেশকে জ্ঞানভিত্তিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এর প্রথম কাজটি হলো আমরা যেন স্কুল-কলেজে ছেলেমেয়েদের সঠিকভাবে বিজ্ঞান শেখাতে পারি। সেই দায়িত্বটি পালন করতে গিয়েছিলেন শিক্ষক হৃদয় মন্ডল। শুধু এ কারণে তাকে এখন হাজতে বাস করতে হচ্ছে। এটি আমাদের দেশ, আমার বিশ্বাস হতে চায় না। এটা কীভাবে সম্ভব! একজন শিক্ষক তার দায়িত্ব পালন করেছেন। একজন ছাত্র একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তিনি সেই প্রশ্নের সবচেয়ে যৌক্তিক উত্তর দিয়েছেন এবং সে জন্য তাকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।’ জাফর ইকবাল বলেন, ‘আমার দুঃখটা হলো যে বিজ্ঞান পড়াতে গিয়ে তিনি এভাবে নিগৃহীত হচ্ছেন, সেই বিজ্ঞান বইগুলো আমরা কয়েকজন মিলে ৃলিখেছিলাম। আমি পদার্থ বিজ্ঞানের বইটি লিখেছিলাম এবং আমরা কয়েকজন বইগুলো সম্পাদনা করেছিলাম। সেই বই পড়াতে গিয়ে হৃদয় মন্ডলের এই কষ্ট সহ্য করতে হচ্ছে।’ হৃদয় মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে জাফর ইকবাল বলেন, ‘আমাদের দেশের মানুষ এখন বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে শুরু করেছে। এটা আশার কথা। হৃদয় মন্ডলের যে সম্মানহানি হয়েছে, আমি আশা করব তাকে আর যেন একটি দিনও জেলহাজতে না থাকতে হয়। তাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর