সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জুম্ম জাতির জীবন এখনো অনিরাপদ

রাঙামাটি প্রতিনিধি

জুম্ম জাতির জীবন এখনো অনিরাপদ

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জুম্ম জাতির জীবন এখনো অনিরাপদ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, জুম্মজাতির জীবন নিরাপদ করার লক্ষ্যে আমরা পার্বত্য চুক্তি স্বাক্ষর করেছিলাম। সে চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। দীর্ঘ ২৫ বছর অতিবাহিত হতে চলেছে, কিন্তু চুক্তি বাস্তবায়ন নিয়ে চলছে নানা টালবাহানা। পাহাড়ের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো তাদের ঐতিহ্য হারাতে বসেছে। সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে হারিয়ে যাচ্ছে ১০ ভাষাভাষী ১৪টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজেদের মাতৃভাষা। তৈরি হয়েছে সমাজে নানা বৈষম্য। তিনি পার্বত্যাঞ্চলের বৈচিত্র্য ধরে রাখতে সরকারকে দ্রুত চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। গতকাল রাঙামাটি পৌরসভা চত্বরে বিজু, সাংগ্রাই, বৈসু, বিহু, বিষু ও সাংক্রান উৎসব উদযাপন কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজু, সাংগ্রাই, বৈসু, বিহু, বিষু ও সাংক্রান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চনন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সন্তু লারমা বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ সুবিধাবঞ্চিত। ষাট দশকেও কাপ্তাই বাঁধ দেওয়ার কারণে এ অঞ্চলে বসবাসরত আদি বাসিন্দাদের হাজার হাজার কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত হয়েছে এ অঞ্চল। গৃহহীন হয়েছে অনেকে। সে ত্যাগের প্রতিদান পার্বত্যবাসী এখনো পায়নি। তিনি বলেন, পার্বত্য চুক্তি নিয়ে পাহাড়ের মানুষ যে স্বপ্ন দেখেছিল তাও অন্ধকারে রয়ে গেছে। অদৃশ্য কারণে এখনো বাস্তবায়ন হয়নি চুক্তির বিরাট অংশ।

সর্বশেষ খবর