সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সংসদ সচিবালয়ে সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত একজন নারীকর্মী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারীকর্মীর স্বামীও সংসদের একজন কর্মকর্তা। তারপরও শারীরিক ও মানসিক নির্যাতনের হাত থেকে রেহাই পাননি ওই নারী। থানায় জিডি করেও প্রতিকার পাওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মকর্তার হুমকিতে জিডি তুলে নিতে বাধ্য হন ওই দম্পতি। তবে  সংসদ সচিবালয়ের সচিবকে বিষয়টি লিখিতভাবে জানান তারা। তিনি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিস জারি হয়েছে। ভুক্তভোগীরা আশাবাদী স্পিকার এ বিষয়ে সুষ্ঠু বিচার করবেন।

সংসদ সচিবালয়ের উপসচিব (ট্রেঅ্যান্ডপ্রি) এসএম মঞ্জুর স্বাক্ষরিত গত ৯ এপ্রিল জারি করা কারণ দর্শানো নোটিস থেকে জানা যায়, ভুক্তভোগী নারী সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৬ এর কর্মকর্তা মো. রফিকুল ইসলামের অধীনস্ত কর্মী। দায়িত্ব পালনকালে তার ‘বস’ ওই নারীকর্মীকে নানাভাবে যৌন হয়রানি করেন। সম্মান ও লোকলজ্জার কথা ভেবে ভুক্তভোগী তার ঊর্ধ্বতনকে অনুনয়-বিনয় করে বোঝানোর  চেষ্টা করেন। কিন্তু রফিকুল ইসলাম কোনো কিছুই কেয়ার করেননি। উল্টো তাকে হত্যার হুমকি পর্যন্ত দেন। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারীর দাবি, ওই কর্মকর্তা অনেকবার তার শ্লীলতাহানির চেষ্টা করেছেন। অনেক অনুনয়-বিনয়, অনুরোধেও তাকে থামাতে পারিনি। চাকরি আর লোকলজ্জার ভয়ে দিনের পর দিন সহ্য করে  গেছেন তিনি। তার অভিযোগ, তিনি আওয়াজ তুলেছেন, তবে ভুক্তভোগী তিনি একা নয়। সেখানে যেসব নারী বদলি হয়ে আসেন তাদের সঙ্গেও একই রকম ব্যবহার করা হয়। কিন্তু লোকলজ্জার ভয়ে সবাই চুপ থাকেন। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগীর স্বামী বলেন, ‘নিরাপত্তাহীনতায় আমরা সংসদ সচিবকে অবহিত করেছি। আসলে আমরা দুজনই মানসিকভাবে ভেঙে পড়েছি। কতদিন এ ধরনের নির্যাতন সহ্য করা যায়। আশা করি স্পিকার এর সুষ্ঠু বিচার করবেন’।

সর্বশেষ খবর