শিরোনাম
মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অসহায় আত্মসমর্পণ মুমিনুলদের

ক্রীড়া প্রতিবেদক

অসহায় আত্মসমর্পণ মুমিনুলদের

আবারও হতচ্ছাড়া ব্যাটিং টাইগারদের -এএফপি

ডারবানের পর পোর্ট এলিজাবেথেও মুমিনুলদের একাই ধসিয়ে দিয়েছেন কেশব মহারাজ। এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণি জাদুতে ডারবানের পর পোর্ট এলিজাবেথেও পর্বতসমান জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ডারবানে পঞ্চম দিন সকালে জয় পেয়েছিল প্রোটিয়ারা। পোর্ট এলিজাবেথে ৩৩২ রানের জয় পায় চতুর্থ দিন সকালে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্টেই হেরেছে বাংলাদেশ। ৪১৩ রানের টার্গেটে টাইগারদের ৮০ রানে গুঁড়িয়ে দেওয়ার নায়ক কেশব মহারাজ ৪০ রানের খরচে নেন ৭ উইকেট। ৪১৩ রানের টার্গেটে তৃতীয় দিন টাইগাররা শেষ করেছিল ৯.১ ওভারে ৩ উইকেটে ২৭ রান তুলে। ২ উইকেট নিয়ে বিধ্বংসী মেজাজের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মহারাজ। গতকাল ১৪.২ ওভারে মুমিনুলদের সব দৃঢ়তা গুঁড়িয়ে দেন। মহারাজের সঙ্গে সাইমন হার্মারের ঘূর্ণিতে ২৩.৩ ওভারে ৮০ রানে গুটিয়ে যায় টাইগাররা। সর্বোচ্চ ২৭ রান করেন লিটন দাস। এছাড়া তামিম ইকবাল ১৩ ও ২০ রান করেন মেহেদি হাসান মিরাজ। ম্যাচসেরা মহারাজ নেন ৭ উইকেট মাত্র ৪০ রানের খরচে। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ২ উইকেট এবং রান করেছিলেন ৮৪। দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন। ৪২ টেস্ট খেলে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েন কেশব মহারাজ। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ টেস্টের ১২টিতেই হেরেছে বাংলাদেশ এবং আফ্রিকার মাটিতে হেরেছে চার সিরিজ ও ৮ টেস্ট। কেশবের ঘূর্ণিতে ৮০ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩০ টেস্ট ইতিহাসে এবার নিয়ে ১৩ বার শয়ের নিচে আউট হয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয়বারের মতো শয়ের ঘরে পৌঁছাতে পারেননি মুমিনুলরা। ২০১৭ সালে পচেফস্ট্রোমে ৯০ রানে অলআউট হয়েছিল। টাইগাররা। এই সিরিজের আগে প্রোটিয়াদের বিপক্ষে সর্বনিম্ন স্কোর ছিল এটা। ডারবানে ৫৩ রান এখন সর্বনিম্ন এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন। গতকাল আউট হলো ৮০ রানে। শয়ের নিচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ২, শ্রীলঙ্কা সর্বোচ্চ ৪ এবং ভারত ও অস্ট্রেলিয়া ১ বার করে আউট হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর