মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আড়াই হাজার ফেসবুক আইডি হ্যাক অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রায় আড়াই হাজার ফেসবুক আইডি হ্যাক করা একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতার ওই ব্যক্তি হলেন লিটন ইসলাম। তার কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একটি সিপিইউ, দুটি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ছাড়া তার দখলে থাকা আড়াই হাজার দেশি-বিদেশি ফেসবুক অ্যাকাউন্টের লগইন করার প্রয়োজনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ডের (Log in Credentials) তথ্য পাওয়া যায়। ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতার ওই ব্যক্তি প্রথমে অনলাইনে ফিশিং লিংক তৈরি করে ছবি ও ভিডিও যুক্ত করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। শেয়ার করা লিংকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করা মাত্রই ওই পাসওয়ার্ড ও ইউজার নেম হ্যাকারের কাছে চলে যায়। হ্যাকার ওই আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে দ্রুত তার নিয়ন্ত্রণে নিয়ে নেন। নিয়ন্ত্রণে নেওয়া আইডির মেসেঞ্জারে থাকা বিভিন্ন ব্যক্তিগত তথ্য ও ছবি/ভিডিও সংগ্রহ করে ডাউনলোড করে তা সংরক্ষণ করেন তিনি। পরে ওই হ্যাকার টার্গেট ব্যক্তিকে মেসেঞ্জারে বার্তা দিয়ে টাকা দাবি করেন। কেউ টাকা দিতে না চাইলে তার ব্যক্তিগত ছবি/ভিডিও ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ভাইরাল করে দেবেন বলে হুমকি প্রদান করেন। এমন হ্যাকিংয়ের শিকার হয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ২৩ জানুয়ারি রাজধানীর কদমতলী থানায় একটি মামলা করেন। মামলাটির ছায়াতদন্ত শুরু করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় হ্যাকারের অবস্থান শনাক্ত করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার আশুলিয়ার এনায়েতপুরে অভিযান চালিয়ে ওই হ্যাকারকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর