শিরোনাম
বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
অভিমত । নূর মোহাম্মদ

সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

মাদকের বিরুদ্ধে রাষ্ট্র তথা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সবাই চায় যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। আর মাদক নির্মূলের কথা বা মাদক কমানোর কথা যা-ই বলি না কেন, এ ক্ষেত্রে সিভিল সোসাইটির মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সবাইকে একত্রে কাজ করতে হবে। তাহলেই মাদকের বিস্তার কমিয়ে আনা সম্ভব। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বাংলাদেশ প্রতিদিনকে গতকাল এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেপরোয়া মাদক ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় আমরা ঘটতে দেখি। বরাবরের মতো দেখে আসছি মাদক ব্যবসা কখনো বাড়ে আবার কখনো কমে যায়। পুলিশ বাহিনী যখনই দেখে যে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের উৎপাত বেড়ে গেছে তখন বিভিন্ন ধরন ও নামে তারা অভিযান চালায়।’ তিনি বলেন, ‘আমি মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যারা জড়িত তারা মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। আর যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে যে মাদক ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে গেছে তখন তারা বিশেষ অভিযান পরিচালনা করে। আর এই অভিযান পরিচালনা করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় প্রতিকূলতার সম্মুখীন হয়। সেখানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের গোলাগুলিও হয়। তবে আমার অবস্থান থেকে আমি মনে করি না যে মাদক ব্যবসায়ীদের নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার মতো অবস্থান এখন তৈরি হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর