বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদক

বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন

বিরোধিতার জন্যই বিরোধিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, বিরোধিতার জন্যই বিরোধিতা- এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে ‘মানসিক দৈন্যতা’ কাটিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হওয়ার আহ্বান জানান তিনি। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গতকাল ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করে তিনি এসব কথা বলেন। এ সময় ‘সরকারি প্রতিষ্ঠান-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের সম্পাদক শামীম আহমদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম অহিদুজ্জামান, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর