বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

যেভাবে হেরেছি দেখে হতাশ

ক্রীড়া প্রতিবেদক

যেভাবে হেরেছি দেখে হতাশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্স প্রদর্শন করেন টাইগাররা। প্রোটিয়াদের বিরুদ্ধে হারলেও দুই টেস্টে মুমিনুলদের লজ্জাজনক ব্যাটিং মেনে নিতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘খুবই হতাশ হয়েছি। তবে হারার কারণে যে হতাশ হয়েছি তা নয়, যেভাবে হেরেছি সেই চিত্র দেখে হতাশ। ঠিক আছে আমরা হারব ম্যাচ, কিন্তু ওভাবে শট খেলে কিংবা ওভাবে কেন আউট হব! এটা কিছু হলো যে আমরা এক ঘণ্টার মধ্যে ৮০ রানে অলআউট হয়ে গেলাম।’ রকিবুল হাসান বলেন, ‘ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় এবং এই সফরে ওয়ানডে সিরিজ জয়ের পর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তারপর এমন হারে সমর্থকরা খুবই কষ্ট পেয়েছেন! আমি চাই, সমর্থকদের মতো খেলোয়াড়রাও যেন বেদনার্ত হন। এই বেদনা উপলব্ধি করতে পারলেই নিজেদের সংশোধন করে ভালো খেলা সম্ভব।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু টেস্টে গিয়ে ঠিক উল্টো চিত্র। রকিবুল হাসান এমন বাজেভাবে হারার পেছনে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন। তিনি বলেন, ‘ খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের স্কিল এবং টেকনিকে ঘাটতি আছে। টেকনিকটা দুই রকম হয়, একটা মানসিক স্কিল আরেকটা ফিজিক্যাল স্কিল। যেখানে খুবই ঘাটতি চোখে পড়েছে। এ ছাড়া ধৈর্য এবং টেম্পারমেন্টে বেশ ঘাটতি ছিল।’ বাংলাদেশ ঘরের মাঠে টার্নিং উইকেট তৈরি করে স্পিন অ্যাটাক দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেন। ঠিকই একই টেকনিক এবার টেস্ট সিরিজে ব্যবহার করেছে দক্ষিণ আফ্রিকা। রকিবুল বলেন, ‘দেখলাম অনেকে উইকেট নিয়ে কথা বলছেন, উইকেট নাকি টার্নিং হয়ে গেছে!

তাহলে আমরা বাংলাদেশে কোন উইকেটে খেলি? আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলাম সেখানে তো এমন টার্নিং উইকেটেই খেললাম। এখন তো একই রকম উইকেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তার মানে আমরা শাক দিয়ে মাছ ঢাকছি! তাই আমাদের ব্যালান্স উইকেটে খেলতে হবে। যে উইকেটে পেস থাকবে, বাউন্স থাকবে আবার স্পিনও ধরবে। তাহলেই আমরা ভালো করব।’

রকিবুল মনে করেন, কোচ, টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেট বোর্ড তো আর মাঠে গিয়ে খেলে দিয়ে আসবে না, তাই তাদের দোষ দিয়ে লাভ নেই। আসল কাজটা খেলোয়াড়দেরই করতে হবে। এই সিরিজ থেকে শিক্ষা নিয়ে সামনের সিরিজে ভালো করবেন বলে আশাবাদী তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর