বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নববর্ষ পূর্ণমাত্রায় জীবন পরিচর্যায় ফিরে এসেছে

জিন্নাতুন নূর

নববর্ষ পূর্ণমাত্রায় জীবন পরিচর্যায় ফিরে এসেছে

সেলিনা হোসেন

আমাদের বাংলা নববর্ষ আবারও পূর্ণমাত্রায় জীবন পরিচর্যায় ফিরে এসেছে। বাঙালির যে স্বপ্ন সাধনা সবকিছু বাংলা নববর্ষের সূচনার মধ্য দিয়ে আমাদের মধ্যে মিশে যায়। আমরা বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। এই সবকিছু নিয়ে আমাদের গৌরব আজকে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত। বাংলা একাডেমির সভাপতি এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব বলেন। তিনি বলেন, বৈশাখ বাঙালি জাতিসত্তার উৎসমূল, শেকড়ের সন্ধান। আমরা নববর্ষে নিজেদের জাতিসত্তাকে উজ্জীবিত করে সারা বিশ্বে চলে যাব এবং আমরা মনে করব আমাদের প্রজন্ম আগামী বিশ্বে তৈরি হবে নববর্ষের শুভ উদ্বোধন রেখে। কথাসাহিত্যিক সেলিনা হোসেন আরও বলেন, নতুন বছর নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। আশা করব আমাদের মধ্যে বাঙালি সাংস্কৃতিক চিন্তা-চেতনা গভীরভাবে ফিরে আসবে। নতুন বছরে বাঙালি এবং বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক চিন্তায় একদম কঠিন অবস্থা গ্রহণ করে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা যেন আমাদের কোনো ধর্মের মানুষকে আঘাত না করে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর ’৭২ সালে বলেছিলেন, ‘আমার সামনে সবাই মানুষ; ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। কিন্তু আজকে ৫০ বছর পরে কেন আমরা হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব পালনের সময় তাদের ওপর আক্রমণ করব! সরকারের কাছে আমরা এগুলোর প্রতিরোধ চাই। সম্প্রতি শিক্ষক হৃদয় মণ্ডলের সঙ্গে হওয়া ঘটনাটি এবং এক নারী শিক্ষিকার টিপ পরার জন্য পুলিশ সদস্যের হেনস্তা করার বিষয়টিকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেন সেলিনা হোসেন। তিনি বলেন, বাঙালি জাতির জীবনে এ ধরনের বাজে পরিস্থিতি স্বাধীনতার ৫০ বছর পর আবার ঘুরে আসবে এটা ভাবা এবং চিন্তা করা আমাদের একদম উচিত না। আমরা মনে করি, আমাদের জাতিসত্তায় বাঙালির সব বৈশিষ্ট্য যেন থাকে। যে বৈশিষ্ট্য নিয়ে বাঙালি তার অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারে। সেলিনা হোসেন বলেন, রমনা বটমূলে বোমা হামলার এত বছর পার হয়ে গেলেও এখনো আমাদের আতঙ্কে থাকতে হয়। আবার হয়তো বর্ষবরণের অনুষ্ঠানে খারাপ কিছু ঘটতে পারে এই আশঙ্কায় থাকি। এটা আমাদের জন্য খুবই লজ্জা এবং দুঃখের কথা। আমাদের সাংস্কৃতিক চেতনা যদি এভাবে আহত হয় তাহলে আমরা মনে করি বাঙালির গৌরব অনেক বেশি ক্ষুণ্ন হয়ে যাবে। তিনি আরও বলেন, রমজান মাস মুসলমানদের জন্য পবিত্র মাস সেটা ঠিক আছে। তাই বলে এ মাসে আমাদের সাংস্কৃতিক বোধ এবং আমাদের নববর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই।

সর্বশেষ খবর