বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে আমাদের অবশ্যই নিজেদের নিবেদিত করতে হবে। আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হব, সে বিষয়ে সততার সঙ্গে কথা বলতে হবে। গতকাল এক বার্তায় তিনি এসব কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মানবাধিকার প্রতিবেদন-২০২১ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনের বিষয়ে বার্তা দেন পিটার হাস। ঢাকার মার্কিন দূতাবাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে রেখেছেন। যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে মানবাধিকার সুরক্ষিত হয়, যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের যেন জবাবদিহি করা হয়। যুক্তরাষ্ট্রের দেশভিত্তিক মানবাধিকার প্রতিবেদন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি শ্রদ্ধাশীলতাকে তুলে ধরে। এই প্রতিবেদন আইনি উপসংহার টানে না, দেশগুলোকে রেট করে না বা তারা মান পূরণে ব্যর্থ হয়েছে কিনা তাও ঘোষণা করে না।

সর্বশেষ খবর