শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ঝিনাইদহে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে দুজন নিহত, আহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় আধিপত্য বিস্তার ও পৌরসভার টোল আদায় নিয়ে প্রকাশ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জীবন হোসেন (১৯) ও আক্তার হোসেন (২০) নামে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় সাব্বির হোসেন ও সোহাগ নামে দুজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের থানা সড়কের চৌগাছা বাসস্ট্যান্ডসংলগ্ন এতিমখানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইমন হোসেন ডন ও আব্বাস আলী নামে দুজনকে আটক করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুপক্ষের আধিপত্য বিস্তার ও পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে দুপক্ষে বিরোধ চলছিল। এর আগে যারা টোল আদায় করতেন এবার তাদের টোল আদায় করার কথা ছিল না। কিন্তু বুধবার রাতে মেয়র সহিদুজ্জামান সেলিম আগে যারা ছিল তাদেরই টোল আদায়ের ইজারা দেন। এ নিয়ে রাত থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার সকালে টোল আদায় করতে উভয় পক্ষ চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। এসময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সলেমানপুর মালাকারপাড়ার দাউদ হোসেনের ছেলে সোহাগ, একই এলাকার নজির মালিতার ছেলে সাব্বির হোসেন, আখ সেন্টারপাড়ার ফিরোজ হোসেনের ছেলে জীবন ও এলাঙ্গী গ্রামের বাবু তালেবের ছেলে আক্তার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইশরাত জেরিন আহত জীবনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করলে পথে আক্তার হোসেন নামে আরেজন মারা যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সলেমানপুর উত্তরপাড়ার ইকবাল হোসেনের ছেলে ইমন হোসেন ডন ও সলেমানপুর কারিগরপাড়ার আব্বাস হোসেনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, এখানে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং অপর গ্রুপের নেতৃত্বে দেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিমের ভাই শাহিন মিয়া। নিজেদের  মধ্যে ঘটনা ঘটেছে। তবে দোষী যে-ই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থল থেকে দুটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সর্বশেষ খবর