শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
কুমিল্লায় সাংবাদিক হত্যা

মাদকবিরোধী অবস্থান নেওয়ায় খুন, আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইমকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন, মো. পলাশ মিয়া, নুরু মিয়া ও সুজন। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর গ্রামে গত বুধবার রাতে এই হত্যাকাে র ঘটনা ঘটে। মহিউদ্দিন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ সরকারের ছেলে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া হলেও তারা সপরিবারে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। বিভিন্ন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী কর্মকাণ্ডে তৎপর ছিলেন মহিউদ্দিন। তিনি পুলিশ, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের ইনফরমার হিসেবে কাজ করতেন। মাদকের চোরাচালান ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি অবদান রাখেন। বুড়িচং এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এবং সীমান্ত এলাকায় কিছু মাদকের চালান ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেফতার মনির, পলাশ ও ১ নম্বর আসামি রাজু পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মহিউদ্দিনকে ঘটনাস্থলে নিয়ে যান। তাকে গুলি করে হত্যা করে মোটরসাইকেল রেখে আসামিরা পালিয়ে যান। আসামি নুরু ও সুজন ঘটনাস্থলে হত্যাকাণ্ডে সহযোগিতা করেন। উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর সীমান্তে মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাইম নিহত হন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার মহিউদ্দিন সরকার নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে তিনজন নামীয় ও অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি মো. রাজুকে (২৪)। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।

 

সর্বশেষ খবর