রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সাংবাদিককে গুলি করে হত্যা

চার দিনেও গ্রেফতার হয়নি প্রধান আসামি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইমকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু চার দিনেও গ্রেফতার হয়নি। এ নিয়ে নিহতের পরিবার ও সহকর্মীরা ক্ষোভ জানিয়েছেন।

নাইমের মা নাজমা আক্তার বলেন, ‘সবাই জানে রাজু আমার ছেলেকে হত্যা করেছে। কিন্তু এখনো তাকে গ্রেফতার করা হয়নি। রাজুকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই। তার সঙ্গে অন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি করছি।’ বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সাংবাদিক নাইম হত্যা মামলায় তারা চারজন আসামি গ্রেফতার করেছেন। ১ নম্বর আসামি রাজুকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র মতে, বুড়িচং এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রাজুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনটি স্ট্যাটাস দেওয়া এবং সীমান্ত এলাকায় বেশ কিছু মাদকের চালান ধরিয়ে দেওয়ায় নাইমকে হত্যা করা হয়। মাদক ব্যবসায়ী রাজুর সঙ্গে কয়েক দিন আগেও বুড়িচং এলাকায় নাইমের হাতাহাতির ঘটনা ঘটে। উল্লেখ্য, বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দরাবাদনগর সীমান্তে মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাইম নিহত হন। নাইম ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশারফ সরকারের ছেলে। গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া হলেও তারা সপরিবার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি মো. রাজুকে (২৪)।

সর্বশেষ খবর