মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইউছুফকে হামদর্দের সব পদ থেকে কেন অপসারণ নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ইউছুফকে হামদর্দের সব পদ থেকে  কেন অপসারণ নয় : হাই কোর্ট

ইউছুফ হারুন ভূইয়া

ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূইয়াকে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মোতাওয়াল্লিসহ সব পদ থেকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্্ফ) বাংলাদেশের প্রশাসন ও ব্যবস্থাপনা বিধিমালা সংশোধন করে জারি করা গেজেট কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। গত ৬ মার্চ দেওয়া এ আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া অন্তর্বর্তীকালীন আদেশে, ইউছুফ হারুন ভূইয়ার অনিয়মের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গঠিত অনুসন্ধান কমিটির সুপারিশ বাস্তবায়নে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে। ধর্ম সচিব ও ওয়াক্্ফ প্রশাসককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। হামদর্দের প্রশাসন ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিমালার সর্বশেষ সংশোধনীতে ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূইয়াকে আজীবন প্রতিষ্ঠানটির প্রধান মোতাওয়াল্লি থাকার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের প্রতিষ্ঠানটির চিফ মোতাওয়াল্লি এবং মোতাওয়াল্লি করার বিধান রাখা হয় ওই সংশোধিত বিধিমালায়। ২০১৯ সালের ১১ মার্চ সংশোধিত ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। এ বিষয়ে রিটকারীর আইনজীবী বি এম ইলিয়াস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংশোধিত বিধিমালাটি গেজেট আকারে প্রকাশের পর লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক সুফি সাগর নামে এক ব্যক্তি ইউছুফ হারুন ভূইয়ার অনিয়ম-দুর্নীতি তদন্ত চেয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর কমিটি তদন্ত করে তাদের সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। তবে এর পরেও মন্ত্রণালয় কোনো ব্যবস্থা না নেওয়ায় হাই কোর্টে জনস্বার্থে রিট করেন তিনি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে।

সর্বশেষ খবর