শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ট্রেড লাইসেন্সের ফি ৬০০ নেয় ৫০ হাজার

বিশেষ প্রতিনিধি

ট্রেড লাইসেন্সের ফি ৬০০ নেয় ৫০ হাজার

ফি যেখানে ৬০০ টাকা, সেখানে ১৩ লাখ দাবি করা হয় এবং ৫০ হাজার টাকা দিয়ে বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদ থেকে নিজের পোশাক কারখানার ট্রেড লাইসেন্স নেওয়ার কথা জানালেন খোদ ব্যবসায়ীদের শীর্ষ নেতা এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তার অভিযোগ- ঢাকার আশপাশে ট্রেড লাইসেন্স নিতে লাখ লাখ টাকা দিতে হয়। আবার বন্ড লাইসেন্স নিতেও লাখ লাখ টাকা খরচ করতে হয়। সেই বন্ড লাইসেন্স নবায়নেও লাখ লাখ টাকা খরচ হয়। আমাদের দাবি-ব্যবসার সব প্রকার লাইসেন্সে ভোগান্তি কমাতে হবে। দেশে ব্যবসার খরচ কমাতে সনদ প্রাপ্তি ও নবায়নে জটিলতার অবসান চাই। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে ‘প্রেজেন্ট সিচুয়েশন অব দ্য ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম অব বিডা’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এফবিসিসিআই ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা যৌথভাবে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। মুক্ত আলোচনায় অংশ নেন এফবিসিসিআই’র পরিচালক মো. নাসের, সাবেক পরিচালক এসএম কামাল উদ্দীন, বিপিজিএমইএ’র সভাপতি শামীম আহমেদ, এফবিসিসিআই’র উপদেষ্টা বিগ্রে. জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদুল্লাহ, প্যানেল উপদেষ্টা ড. মোস্তফা আবিদ খান প্রমুখ। বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ব্যবসায়ীদের বিডার ওয়ান স্টপ সার্ভিসের সেবা গ্রহণের আহ্বান জানান। ওএসএসে অন্তর্ভুক্ত অন্য সংস্থাগুলোর সেবা নির্ধারিত সময়ের মধ্যে না পেলে বিডাকে জানানোর অনুরোধও করেন তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন- বিডার ওএসএসে সেবা দিতে ৩৯টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। আরও ১১টির সঙ্গে প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ৫৮টি সেবা ওএসএসের মাধ্যমে দেওয়া হচ্ছে। যার মধ্যে ১৮টি বিডার নিজস্ব সেবা, বাকিগুলো অন্যান্য সংস্থার।

সর্বশেষ খবর